রবিবার জন্মদিন ছিল মিমি চক্রবর্তীর, কেমন করে কাটালেন এই বিশেষ দিনটি?

রবিবার ছিল সকলের কাছে একটা ছুটির দিন। কিন্তু টলিপাড়ার অন্যতম অভিনেত্রী মিমি চক্রবর্তীর কাছে এই দিনটা ছিল অন্যদিনের থেকে একটু স্পেশাল। কারণটা তাঁর ফ্যানরা নিশ্চয়ই জানেন? আসলে ১১ ফেব্রুয়ারি ছিল অভিনেত্রীর জন্মদিন। তাই এতটা স্পেশাল। কেমনভাবে কাটালেন নিজের জন্মদিন?

দেখা গিয়েছে যে শনিবার রাতেই অভিনেত্রী কেক কেটে জন্মদিন পালন করেছেন। এমনটাই দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

জানা যায় যে গত শনিবার মধ্যরাতে মিমিকে সারপ্রাইজ দিতে তাঁর বাড়িতে হাজির হন টলি ইন্ডাস্ট্রির বহু কাছের বন্ধুরা। এই প্ল্যান্টা মিমি আগে থেকে একটুও টের পাননি। তাই বন্ধুদের সেই সময় দেখেই চমকে যান অভিনেত্রী।

download qwqwqwq

এদিন মিমির বন্ধুদের মধ্যে ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে তিনি এই ভিডিয়োটি সকলের সাথে ভাগ করে নিয়েছেন। সেখানেই দেখা গিয়েছে যে রাতপোশাকে রয়েছেন মিমি। ভিডিয়োতে অভিনেত্রী বলছেন, ‘‘তোমরা সবাই এখানে। আমাকে একটু প্রস্তুত হতে সময় দাও।’’ তারপরেই অভিনেত্রী সকলের সঙ্গে বসে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন শুরু করেছেন।

এখানেই শেষ নয়, অভিনেত্রীর জন্মদিন উদ্‌যাপন শুরু হয়ে গিয়েছিল গত শুক্রবার থেকে। দেখা যায় যে ইন্ডাস্ট্রির বন্ধুদের নিয়েই একটি বিশেষ পার্টি দেন অভিনেত্রী। সেখানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পার্ণো মিত্র। মৈনাক ভৌমিক, সহ বহু তারকারা। এদিন সকলের সামনে নীল পোশাকে সুন্দর সাজে দাঁড়িয়ে কেক কাটেন। তবে, জানা গিয়েছে যে জন্মদিনের দিনটিতে পরিবারের সাথেই সময় কাটিয়েছেন মিমি।

গত বছর পুজোয় মিমি অভিনীত ছবি ‘রক্তবীজ’ মুক্তি পেয়েছিল। সেই ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। বহু দর্শকদের মন কেড়েছে এই ছবিটি। সম্প্রতি মুক্তি পেয়েছে মিমির প্রথম ওয়েব সিরিজ ‘যাহা বলিব সত্য বলিব’। এছাড়া ওটিটিতে মুক্তি পেয়েছে অভিনেত্রীর সাম্প্রতিক ছবি ‘পলাশের বিয়ে’। বর্তমানে নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত অভিনেত্রী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...