অভিনয় জগতের বাইরে দেব ও সোহমের বন্ধুত্ব কতটা গাঢ়?

৪ নবেম্বর অর্থাৎ গত সোমবার প্রকাশ্যে এসেছে ‘প্রধান’ ছবির ট্রেলার। সেখানে অভিনয় করতে দেখা গিয়েছে বহু স্বনামধন্য তারকাদের। এই ছবির দ্বারা ফের একসাথে কাজ করেছেন পরিচালক অতনু, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং দেব। এর আগে তাঁদের দেখা গিয়েছিল ‘টনিক’ ছবিতে।

তবে, এই সিনেমায় ক্যামেরার সামনে দ্বিতীয় বার জুটি বেঁধেছেন দেব এবং সোহম চক্রবর্তী। এর আগে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘শুধু তোমারই জন্য’ ছবিতে দেখা গিয়েছিল তাঁদের।

টলি ইন্ডাস্ট্রিতে সবার মুখে শোনা যায় যে দুই নায়ক নায়িকাদের মধ্যে বন্ধু হয়না, তাঁদের মধ্যে চলে শুধু রেষারেষি। তবে, এই বিষয়ে সোহমের মত বেশ আলাদা। তাঁর মতে, তিনি এবং দেব তাঁর ব্যতিক্রম। তাঁরা খুব ভালো বন্ধু।    

এই ছবিতে দেবের চরিত্রের নাম দীপক প্রধান। অন্যদিকে, সোহম অভিনয় করেছেন বিবেক রায়ের চরিত্রে। দু’জনেই পুলিশ অফিসারের চরিত্রে। তাই আসন্ন ছবিতে দর্শকেরা দুই বন্ধুর সমীকরণ দেখতে পাবেন।

1701776970_inside-1

জানা গিয়েছে যে তাঁদের বন্ধুত্ব প্রায় বহু দিনের। অভিনেতা সোহম চক্রবর্তী এক সাক্ষাৎকারে নিজেদের বন্ধুত্বের ব্যাপারে জানান যে তাঁরা একে অপরের মনের কথা জানেন। তাঁদের আড্ডা বসলে সেটা রাত ১১টার পর। সেখানে নায়ক নয়, নিতান্তই দুই বন্ধু। তাই অভিনয়, পরিবার, রাজনীতি সব কিছু নিয়ে খোলামেলা কথাবার্তায় মজে যান জুটি। বন্ধু বলে সোহমকে একাধিক টিপস দেয় দেব। সেগুলো তিনি মেনেও চলেন।

‘প্রধান’ ছবিতে দেব এখানে মেন লিডে। তাহলে সোহমের গুরুত্ব কি কম? এই বিষয়ে সোহম জানিয়ে দেন যে এই ছবিতে প্রথম বা দ্বিতীয় লিড বলে কিছু নেই। এখানে প্রতিটা চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। দেবের চরিত্র কেন্দ্রে থাকলেও, সোহমের চরিত্র এখানে গৌণ।   

অভিনেতা সোহম আরও জানান যে বাংলা ছবির দর্শক এখন অনেক বদলে গিয়েছেন। এখন ‘মশলা’ ছবি দেখতে পছন্দ করেন না। পরিবর্তে দর্শক এখন বেশি ছবির বিষয়বস্তুর উপরে জোর দিচ্ছেন। এছাড়া বাংলা ছবির বাজার ছোট হচ্ছে সেটা বিশ্বাস করেন না তিনি। তাঁর মতে ভাল ছবি তৈরি করতে পারলে দর্শক নিশ্চয়ই সেটা দেখবেন।

অন্যদিকে, ‘প্রধান’ ছবিতে সোহম রয়েছে এই নিয়ে দেবও সমানভাবে উচ্ছ্বসিত। তিনি জানালেন যে প্রস্তাব পেয়ে সোহম বন্ধুকে না বলতে পারেনি। দেবের মতে ইন্ডাস্ট্রিতে সোহমের মতো শক্তিশালী অভিনেতা খুব কমই রয়েছে এবং আরও জানান যে এই ছবিতে সোহমের অভিনয় দেখে চমকে যাবেন সমস্ত দর্শক।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...