গর্বিত সারা বাংলা! পদ্মভূষণ পেলেন মিঠুন চক্রবর্তী ও উষা উত্থুপ, তালিকায় রয়েছেন আরও ৪ বাঙালি

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্তদের তালিকা আগেই ঘোষণা করা হয়েছিল। প্রতি বছরের মতন এই বছরও একঝাঁক তারকাদের নাম উঠে এসেছিল সেই তালিকায়। সেই একঝাঁক তারকাদের মাঝেই উঠে এসেছে বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম৷ বাংলা চলচ্চিত্রে একাধিক অবদানের পর পদ্মভূষণ পুরস্কার পেলেন টলিপাড়ার মহাগুরু। শিল্পকলার জন্য অভিনেতাকে এ পুরষ্কার দেওয়া হয়েছে। এছাড়া এদিন বাংলার স্বনামধন্য গায়িকা উষা উত্থুপকেও দেওয়া হয়েছে পদ্মভূষণ।

এদিন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ সম্মান গ্রহণ করলেন মিঠুন চক্রবর্তী এবং উষা উত্থুপ। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

সাধারণতন্ত্র দিবসের আগের রাতে পদ্মপ্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছিল কেন্দ্র। যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ এবং ১৭ জন পদ্মভূষণ পেলেন রাষ্ট্রপতি ভবনে৷

এবছর পদ্মশ্রী পুরস্কার প্রাপকের তালিকায় মিঠুন চক্রবর্তী ছাড়াও বাংলা থেকে পদ্ম সম্মান পেয়েছেন আরও চার বাঙালি৷ তাঁরা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশকর্মী দুখু মাজি এবং ছৌ নাচের মুখোশ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর। তবে ২০২৩ সালে প্রয়াত হয়েছেন নেপাল। ফলে, তিনি মরণোত্তর সম্মান পাবেন।

এছাড়া পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেতা চিরঞ্জীবী এবং বৈজয়ন্তীমালাকে। এছাড়াও এই তালিকায় রয়েছেন বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যম। বিন্দেশ্বর পাঠক মরণোত্তর সম্মান পাবেন।  

পদ্মভূষণ পেয়ে আপ্লুত অভিনেতা মহাগুরু। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি খুব খুশি৷ তিনি তাঁর জীবনে কারোর কাছে নিজের জন্য কিছু চাননি। তিনি যখন ফোন পেয়েছিলেন পদ্মভূষণ পুরস্কার পাওয়ার জন্যে। তখন তিনি এক মিনিটের জন্য নীরব হয়ে গিয়েছিলেন কারণ তিনি কখনও এটি আশাই করেননি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...