২০ জুন শুক্রবার মুক্তি পেয়েছে আমির খান অভিনীত এবং প্রযোজিত ‘তারে জমিন পর’-এর ‘স্পিরিচুয়াল সিক্যুয়েল’ ‘সিতারে জ়মিন পর’। ছবি মুক্তির দিন অর্থাৎ শুক্রবার এই সিনেমা বক্স অফিসে ভালো ফল করেনি। কিন্তু উইকেন্ড শেষ হতেই চিত্রটা বদলে গিয়েছে। লাভের অঙ্ক দেখে মনে করা হচ্ছে, ২০১৬-র ব্লকবাস্টার ‘দঙ্গল’-এর পরে ‘সিতারে জ়মিন পর’-ই আমির খানের প্রথম হিট ছবি হতে চলেছে।
‘সিতারে জমিন পর’ নিয়ে প্রথম থেকেই চাপা উত্তেজনা কাজ করছিল দর্শকমহলে। কারণ এই সিনেমা আমিরের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘তারে জমিন পর’ এর সিক্যুয়েল। আমির খানের শেষ দু’টি ছবি ‘লাল সিং চড্ডা’ (২০২২) এবং ‘থাগস অফ হিন্দুস্তান’ (২০১৮) বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সেকারণে এই ছবি নিয়ে নির্মাতাদের আশাও ছিল তুঙ্গে। তবে ছবিমুক্তির পর সেই আশা যেন নিভে যেতে শুরু করেছিল।
তবে বক্স অফিস ট্র্যাকার ‘সাকনিলক’ অনুযায়ী ‘সিতারে জ়মিন পর’ প্রথম দিন, অর্থাৎ শুক্রবার ২০ জুন, ১০.৭ কোটির ব্যবসা করে। তার পরের দিন, শনিবার ২১ জুন, সেই অঙ্কটা বেড়ে দাঁড়ায় ২০.২ কোটি। জানা গিয়েছে, রবিবার ২২ জুন, ‘সিতারে জ়মিন পর’ প্রায় ২৯ কোটি আয় করেছে। ফলে প্রথম সপ্তাহান্তে আমিরের ছবির আয় প্রায় ৫৯.৯০ কোটি টাকা।