গতকাল ১৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ওম রাউত পরিচালিত ছবি ‘আদিপুরুষ‘। ছবি মুক্তির আগে নির্মাতাদের তরফে স্থির করা হয়েছিল সারা দেশে প্রত্যেকটি প্রেক্ষাগৃহে হনুমানের জন্য একটি করে সিট সংরক্ষিত থাকবে। মুক্তির প্রথম দিনই হনুমানের নামে একটি করে সিট ফাঁকা রেখেই ছবি শুরু হয়। ঠিক এমনটাই চেয়েছিলো আদিপুরুষ টিম।
প্রেক্ষাগৃহের মালিকেরা জানান যে আসনে শ্রদ্ধার সঙ্গে হনুমানজির ছোট মূর্তি বা ছবি রাখা হবে এবং প্রত্যেকদিন সেই ছবি বা মূর্তিতে ফুল দিয়ে সাজানোও থাকবে।
ছবি-মুক্তির ৪৮ ঘণ্টা আগে তারা এটাও জানিয়েছিলেন যে প্রথম সারিতে কোণের দিকে একটি আসন সংরক্ষিত থাকবে এবং সেই আসন খালি পড়ে থাকবে এবং বলেন আসনের কড়া নজর রাখা হবে যাতে কেউ নীচে আবর্জনা না ফেলে এবং কেউ পা দিয়ে আঘাত না করে। বড় মাল্টিপ্লেক্সে এই কারণে আলাদা একটি ছোট আসন তৈরি করা হয়েছে। সেই আসন হনুমানজি বসবেন।শুধু মাল্টিপ্লেক্সে নয়, সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহেও থাকবে এই ব্যবস্থা।
গতকাল প্রেক্ষাগৃহে ‘আদিপুরুষ’ মুক্তি পেতেই সিনেমাহলে উপচে পড়েছিল ভিড়। অগ্রিম বুকিংয়েই ঝড় তুলেছিল প্রভাস-কৃতির এই ছবিটি। জানা গিয়েছে, দেশে বিনামূল্যে দেড় লক্ষ টিকিট বিলি হয়েছে। অর্থাৎ, মুক্তির আগেই ছবির ব্যবসা ৩ কোটি টাকা। মঙ্গলবার পর্যন্ত দেশে ছবিটির হিন্দি থ্রি ডি সংস্করণের ২ কোটি ৮০ লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে, সব ভাষা মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত বিক্রি হয়েছে ৩ কোটি টাকার টিকিট। এখানেই ৯ কোটি টাকা উঠে গেছে ।
আমেরিকার বাসিন্দারা এই ছবি একদিন আগেই দেখে ফেলেছে অর্থাৎ, ১৫ জুন । কিন্তু বিদেশে কেমন ব্যবসা হয়েছে ‘আদিপুরুষ’ ছবির? জানা গিয়েছে, ছবিমুক্তির আগেই নাকি বিদেশে অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে প্রথম দিনে ৮ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে এই ছবি। ‘আদিপুরুষ’, আমেরিকায় ৪.১০ কোটি, ব্রিটেনে ৫০ লক্ষ, অস্ট্রেলিয়ায় ৮৩ লক্ষ টাকার ব্যবসা করেছে। এদিকে, কানাডায় ২৫ লক্ষ এবং ইউরোপের অন্যান্য দেশে মোট ৪০ লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছেন ওম রাউতের এই ছবি।