ঊনবিংশ শতকের টেরাকোটার মূর্তি পাওয়া গেল সল্ট লেকে

 

সোমবার বিধাননগর উত্তর থানার সল্ট লেকের বিসি ব্লকের একটি মন্দির থেকে ঊনবিংশ শতকের টেরাকোটার মূর্তি পাওয়া গেল। মূর্তিটিতে পেতলের স্ট্যাম্প রয়েছে। 'লেডিজ প্লেয়িং ট্যাম্বরিন' লেখা রয়েছে ওই মূর্তির টাইটেল হিসেবে। কলকাতার ভারতীয় জাদুঘরে অবস্থিত একটি মূর্তির অবিকল প্রতিরূপ এটি বলে জানিয়েছেন মিউজিয়ামের এক আধিকারিক। কিছু জিনিসের বিশেষত্বের মধ্যে দিয়ে আমরা তার গুরুত্ব বুঝি। তেমনই এই নারী বিগ্রহটি তৎকালীন সময়ের সংগীতচর্চা বিশেষ করে আঞ্চলিক সংগীতের প্ৰসারের ইঙ্গিত দেয় বিগ্রহের হাতে থাকা খঞ্জনিটির মাধ্যমে।

                 মূর্তিটি যে আসল নয়, মিউজিয়ামে সংরক্ষিত একটি মূর্তির প্রতিরূপ তা নিয়ে কোনও সংশয় নেই। প্রায় এক মাস আগে স্থানীয় এক রিকশাচালক ১.৫ ফুট এবং ৮ ইঞ্চি বিশিষ্ট ওই মূর্তিটি রাস্তা থেকে কুড়িয়ে পান। সেটির সঠিক গুরুত্ব না বুঝে ওই রিকশাচালক সেটি তুলে নিয়ে পার্শ্বস্থ মন্দিরে দিয়ে দেন। তারপর যথারীতি মন্দিরে বিগ্রহটি পূজিত হতে থাকে। কিছুদিন পর এক স্থানীয় বাসিন্দা মূর্তির গায়ে লাগানো ধাতব স্ট্যাম্পটি নজর করে তার গুরুত্ব অনুধাবন করতে পারেন। তিনি বিধাননগর উত্তর থানায় খবর দেন, যাতে সেটি দেশের সম্পদ হিসেবে সুরক্ষিত করা হয়।          

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...