বর্ষীয়ানদের জন্য এক অন্য ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে এল 'বাসুদেবপুর ঐক্যতান ক্লাব'। তাদের পাশে দাঁড়াল পর্ণশ্রী থানা।
বস্ত্রদান, চক্ষু পরীক্ষা কিংবা স্বাস্থ্য শিবির নয়, এদিন এলাকার অসংখ্য বর্ষীয়ান নাগরিককে এক জায়গায় নিয়ে আসে বাসুদেবপুর ঐক্যতান। আয়োজন করা হয় একটি সেমিনার। হাজির ছিলেন পর্ণশ্রী থানার কয়েকজন পুলিশ প্রতিনিধি।
প্রসঙ্গত জীবনের সায়াহ্নে দাঁড়িয়ে প্রবীণরা অনেক সময়েই বুঝে উঠতে পারেন না কোনও বিপদে পড়লে কী করবেন। এমন অনেক বয়স্ক মানুষ রয়েছেন যাঁরা একাই থাকেন বাড়িতে। গভীর রাতে কেউ দরজায় কড়া নাড়লে কিংবা বেল বাজালে কী করবেন তা তাঁরা বুঝে উঠতে পারেন না। এই সময় কী করা উচিত তা তাঁরা জানতে চান পুলিশদের কাছে। এ ছাড়াও আরও বহু ধরনের সমস্যার সমাধানের কথা জানতে চান তাঁরা। তাঁদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়া হয় পুলিশের তরফ থেকে।
প্রবীণেরা নিজেদের বাড়িতেও নানাভাবে অবহেলিত। অনেকে আবার ব্রাত্যও। তাঁদের উদ্দেশ্যেও অনেক উপদেশ হাজির করা হয় পর্ণশ্রী থানার পুলিশের তরফে। হঠাৎ কোনও বিপদে পড়লে 'প্রণাম' নামের একটি সংস্থাকে যাবতীয় সমস্যার কথা জানানোর নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফে। এরপর তাদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেয় পর্ণশ্রী থানা।