Viral Story: আমেরিকার এক কোটিপতি ব্যবসায়ীকে ১ ডলার দিয়ে সাহায্য করল ৯ বছরের এক ছেলে!

প্রায় মাসখানেক আগের এক ঘটনা।

৯ বছরের এক ছোট্ট ছেলে স্কুলের পরীক্ষায় ভালো ফল করায় ১ ডলার পুরস্কার পায়। এরপর জানেন সেই ১ ডলার দিয়ে কী করে সে?

পথে এক ব্যক্তিকে রাস্তার ধারে বসে থাকতে দেখে তাঁকে ভিক্ষুক ভেবে তার সেই ১ ডলারই দিয়ে দিয়েছিল সে৷ কিন্তু ছেলেতি ভেবেছিল ভুল। সেই ব্যক্তি কোনও ভিক্ষুক নয়, বরং তিনি আসলে একজন কোটিপতি।

বালকটির উদারতা দেখে আপ্লুত হয়ে যায় ওই কোটিপতি ব্যবসায়ী। তাকে পুরস্কৃতও করেছেন।

এই পুরো ঘটনাটি ঘটেছে আমেরিকার লুসিয়ানার একটি কফি শপের বাইরে।

পুরো বিষয়টা আসলে কী হয়েছিল?

বাইরে৷ ৯ বছরের ওই বালকের নাম কেলভিন এলিস জুনিয়র৷ আর ওই কোটিপতি ব্যসায়ীকে সে ভিক্ষুক ভেবে ভুল করেছিল, তাঁর নাম ম্যাট বুসবাইস৷

৪২ বছর বয়সি ম্যাটের কথা অনুযায়ী, এদিন সকালবেলায় তাঁর আবাসনের ফায়ার অ্যালার্ম শুনে তড়িছড়ি বেরিয়ে আসেন তিনি৷ ফলে, বাড়ির সাধারণ পোশাকই পরে ছিলেন তিনি। এরপর কিছুটা ঘোরাঘুরির পর এক কাপ কফি খেয়ে রাস্তার পাশে একটি বেঞ্চে বসে সামান্য জিড়িয়ে নিচ্ছিলেন তিনি। তখনই চোখ লেগে গিয়েছিল তাঁর। এরপর হঠাৎই চোখ খুলে তিনি দেখেন যে তাঁর সামনে এক বালক হাতের মুঠো পাকিয়ে দাঁড়িয়ে রয়েছে৷ প্রথমে হঠাৎ করেই ঘাবড়েই গিয়েছিলেন ওই ব্যবসায়ী৷ কারণটা বুঝতে পারছিলেন না তিনি। এরপর ওই বালক তার হাতের মুঠো খুলে ভিতরে থাকা ১ ডলার ওই ব্যবসায়ীর দিকে এগিয়ে দেয়৷

ছোট্ট ছেলের এমন উদারতা দেখে অবাক হয়ে যান ম্যাট। এরপরেই ছোট্ট কেলভিনকে নিজের পরিচয় দেন তিনি৷ এরপর প্রথমে কেলভিনকে নিয়ে গিয়ে পছন্দের খাবার খাওয়ান ম্যাট। জানা গিয়েছে ওই অঞ্চলে তাঁর একটি বড় খেলাধুলোর সামগ্রীর দোকানও রয়েছে৷ সেখানেই নিয়ে গিয়ে যা খুশি বেছে নেওয়ার জন্য কেলভিনকে ৪০ সেকেন্ড সময় দেন তিনি৷ তার মধ্যে একটি সাইকেলও ছিল৷

কেলভিন জানিয়েছে যে সে সবসময় কোনও গৃহহীনকে সাহায্য করতে চেয়েছে। তাই সেদিন সেই সুযোগটা পেয়ে হারাতে চায়নি ছোট্ট ছেলেটি। কেলভিন জানিয়েছেন যে সে যা পুরস্কার পেয়ছে, তার থেকেও নিজের কাছে থাকা ১ ডলার দিয়ে কাউকে সাহায্য করেছে ভেবেই বেশি খুশি হয়েছে সে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...