১৭,০০০ বছর বয়সী ক্যাঙ্গারু

ইতিহাস নিয়ে যতই নাক সিঁটকানি থাক না কেন গবেষণার বিভিন্ন স্তরের সাথে তার অনুসন্ধান, ইতিহাসকে আরো সমৃদ্ধ করার কাজ কিন্তু চলছে নিরন্তর। আর তাই করোনার পরিস্থিতি একটু সামলে নিতেই নিউ হল্যান্ডে শুরু হয়েছে পুরোদস্তুর গবেষণার কাজ। যদিও দেশটি কিন্ত এখন অস্ট্রেলিয়া বলে পরিচিত, সে প্রসঙ্গে যাওয়া যাবে পরে। সেই অস্ট্রেলিয়াতে সাক্ষাৎ মিলল ১৭ হাজার বছরের এক ক্যাঙ্গারুর। আজ তার কথাই বলব।

Kangaroo1

সম্প্রতি মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের হাত ধরে প্রকাশ্যে এল পাথরের গায়ে আঁকা একটি পূর্ণাবয়ব ক্যাঙ্গারুর প্রতিকৃতি। পশ্চিম অস্ট্রেলিয়ার কিম্বারলি অঞ্চলে একটি গুহার ছাদে প্রত্নতাত্ত্বিকরা সম্প্রতি চিহ্নিত করেন দৈর্ঘ্যে প্রায় দু’মিটার লম্বা এই প্রস্তরচিত্র। আর রেডিও-কার্বন ডেটিংয়ের মাধ্যমেই নির্ণয় করা হয়েছে তার বয়স। যা আনুমানিক ১৭ হাজার ১০০ থেকে ৫০০ বছরের কাছাকাছি। যার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।

যদিও অস্ট্রেলিয়াতে এর আগেও ২৮হাজার বছর পুরনো ছোট প্রস্তরখন্ড চিত্রের সন্ধান মিলেছে। তবে ৪৫ হাজার বছর পুরনো একটি বন্যশূকরের ছবি আবিষ্কার করে বিশ্বে ছবির প্রবীণত্বের দিকে এগিয়ে ইন্দোনেশিয়া। যাইহোক, পরিলক্ষিত হচ্ছে যে, সদ্যপ্রাপ্ত এই গুহাচিত্র এশিয়ার বিভিন্ন দেশে অঙ্কিত গুহাচিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। অনুমান করা হচ্ছে সম্ভবত সেই সময় থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার কোন সাংস্কৃতিক যোগাযোগ ছিল। তবে নিরন্তর গবেষণা ও ঐতিহাসিক এই ক্যাঙ্গারু বদলে দেবে আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস - অপেক্ষা শুধু সময়ের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...