আমাদের জীবনে ‘গর্ভাবস্থার’ ৫টি প্রয়োজন

‘গর্ভাবস্থা’ হলো একটা গুরুত্বপূর্ণ সময়কাল সব মেয়েদের জীবনেই| প্রত্যেকটা মেয়ের মনে কম বেশি এই ইচ্ছা টা ঘর বেঁধে থাকে| কিন্তু ‘গর্ভাবস্থা’ একটা মেয়ের জন্য কতটা দরকারী তা বিবেচনার প্রয়োজন| ‘গর্ভাবস্থার’ পাঁচটি প্রধান উপকারিতা হলো:

pregnancy2

১) ‘গর্ভাবস্থা’ আমাদের জীবনে ক্লিনার এর কাজ করে| নিজের জন্য না হলেও বাচ্চার জন্য মদ্যপান ও ধূমপান থেকে বিরতি বা ছাড়পত্র পায় আমাদের এই মাতৃজীবন|

২) মানসিকভাবে পজিটিভ চিন্তাধারা ও শিথলিকরণ বাড়িয়ে তোলে|

৩) ‘গর্ভাবস্থা’ মেয়েদের হাড় শক্ত করে| বিশেষত নিতম্ব-ক্ষয় বা হিপ ফ্র্যাকচার রোধ করে|

৪) ‘গর্ভাবস্থা’ একটা মেয়েকে মাতৃজীবনে প্রবেশ করায় তাই এর দ্বারা প্রত্যেকটি মেয়ে আরো বেশি সংবেদনশীল হয়ে ওঠে|

৫) মেয়েদের শরীরে কিছু হরমন বিশেষত ‘গর্ভাবস্থার’ সময় নির্গত হয় যা ‘ব্রেস্ট ক্যানসার’ ও এন্ডমেট্রিয়াল রোগ নিরাময়ের কাজ করে|

এটা শেয়ার করতে পারো

...

Loading...