কলামন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে ‘নিরি নাইন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’

সিনেমার শহর কলকাতা। সিনেমা উৎসবকে ঘিরে এই শহরের উন্মাদনা সব সময় নজর কাড়ে গোটা পৃথিবীর চলচ্চিত্রপ্রেমীদের কাছে। আবার সিনেমার উৎসবে মেতে উঠতে চলেছে এই শহর।

২৫-২৬ মার্চ কলা মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে ‘নিরি নাইন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। দু’দিন ব্যাপি চলচ্চিত্র উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেত্রী সীমা বিশ্বাস, সঙ্গীত শিল্পী জুবিন গর্গ এবং কার্লিটা মোহিনী। উৎসব প্রথম অনুষ্ঠিত হয় ২০২১-এ গুয়াহাটিতে। সাড়া জাগিয়েছিল সেই আয়োজন।

স্বল্প দৈর্ঘ্যের ছবি, পূর্ণ দৈর্ঘ্যের ছবি আর তথ্যচিত্র এই তিনটি বিভাগে ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। স্বল্প দৈর্ঘ্যের ছবির বিভাগে মোট ২০ টি ছবি মনোনিত হয়েছে। পূর্ণ্য দৈর্ঘ্যে মনোনয়ন পেয়েছে ৮টি ছবি। এবং তথ্যচিত্রের তালিকায় আছে ৫টি ছবি।

 

নিরি নাইন এক জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম। নানা রকম সিরিজের সঙ্গে সঙ্গে নতুনদের কাছে চলচ্চিত্র প্রতিভা প্রকাশের মাধ্যম হয়ে ওঠেছে। দেশ বিদেশ থেকে প্রায় ৩০০ ছবির সিনেমা থেকে বেছে নেওয়া হয়েছে উৎসবের ছবি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছবি যথাক্রমে ৭০ হাজার, ৫০ হাজার এবং ৪০ হাজার টাকার আর্থিক পুরস্কার পাবে।   

২৫ মার্চ সকাল ১০টায় উৎসব শুরু। ২৬ মার্চ সন্ধে ৭ সমাপ্তি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...