২৪-এর দুর্গাপুজো অক্টোবরের শুরুতেই

শিবালয়ে পাড়ি দিয়েছেন উমা। বিসর্জনের মন খারাপে বাঙালির নতুন করে দিন গোনার শুরু। চোখ খুঁজছে ক্যালেন্ডার, কবে শুরু আগামী বছরে পুজো?

২০২৩-এর পুজো শুরু হয়েছিল অক্টোবরের মাঝমাস পেরিয়ে। বাতাসে হিমের ছোঁয়া আর ভোর রাতে হালকা কুয়াশার চাদর দুই টের পাওয়া গিয়েছে। আগামী বছর পুজো কিন্তু এগিয়ে এসেছে বেশ কিছুটা।

আগামী বছর মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা পালিত হবে ২ অক্টোবর বুধবার। পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা তিথি। পরের দিন ৩ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি। শারদীয়া নবরাত্রি পালন শুরু হয়ে যাবে এডিন থেকেই।

২০২৪-এ মহাষষ্ঠী পালিত হবে ৯ অক্টোবর বুধবার।  মহাসপ্তমী পালিত হবে ১০ অক্টোবর বৃহস্পতিবার। মহাঅষ্টমী ১১ অক্টোবর শুক্রবার। মহানবমী পালিত হবে ১২ অক্টোবর শনিবার। বিজয়া দশমী পালিত হবে ১৩ অক্টোবর রবিবার।

পরের বছর পুজোয় দেবী আসবেন দোলায়। শাস্ত্র অনুসারে ফলাফল "দোলায়াং মকরং ভবেৎ" অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু লক্ষ্য করা যায়। দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় মহামারী। প্রাণহানি অনিবার্য।

দেবীর গমন হবে গজ বা হাতিতে। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে।

২০২৪-এ কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ১৬ অক্টোবর বুধবার। কালীপুজো ও দীপাবলি পালিত হবে ৩১ অক্টোবর বৃহস্পতিবারে। তার তিন দিন পরে ৩ নভেম্বর রবিবার ভাইফোঁটা।

  • ট্যাগ

এটা শেয়ার করতে পারো

...

Loading...