৩০ বছর পর কোজাগরী শারদ পূর্ণিমায় চন্দ্রগ্রহণের সঙ্গে গজকেশরী যোগ

কৈলাসে রওনা দিয়েছেন মা দুর্গা। বিজয়ার বিষাদ কাতিয়ে আরও এক মায়ের আমন আয়োজনে মেতে উঠতে চলেছে বাঙালি। ঘরে আসবে মা লক্ষ্মী। কোজাগরি রাতে লক্ষ্মী পায়ের দাগে ভরে উঠবে সংসার। সম্পদ আর সমৃদ্ধির কামনায় কোগাগরি লক্ষ্মীর আরাধনায় হবে দেবী বরণ।

কোজাগরী শব্দের অর্থ হল, কো জাগতী। যে পূর্ণিমার রাত জেগে লক্ষ্মীর পুজো করেন। তাই হল কোজাগরী পূর্ণিমা। দেবী লক্ষ্মী যাতে অচঞ্চলা হন তার জন্য কোথাও পটে কোথায় আবার মূর্তিতে পুজো করা হয় তাঁকে।

২০২৩-এর  কোজাগরী পূর্ণিমা অতি বিশেষ। এদিন লক্ষ্মীপুজো আবার এদিনই বছরের শেষ চন্দ্রগ্রহণ। 

২০২৩ সালে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ রয়েছে। এর মধ্যে গত ২০ এপ্রিল এই বছরের প্রথম সূর্যগ্রহণ হয়। তার ঠিক ১৫ দিন পরে গত ৫ মে হয় এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। ১৪ অক্টোবর হয় এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ।  চন্দ্রগ্রহণ ২৮ অক্টোবর রাত ১১:৩২ মিনিটে শুরু হবে এবং শেষ হবে রাত ৩:৩৬ মিনিটে।   

এ বছর কোজাগরী পূর্ণিমা পড়েছে শনিবার, ২৮ অক্টোবর৷ দৃকসিদ্ধান্ত পঞ্জিকা মতে শনিবার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ভোর ৪.১৭ মিনিটে৷কোজাগরী পূর্ণিমা তিথি থাকবে রাত ১.৫৩ মিনিট পর্যন্ত৷ উদয়া তিথি অনুসারে কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হবে ২৯ অক্টোবর।

জ্যোতিষ মতে এবছর ৩০ বছর পর শারদ পূর্ণিমার দিনে ঘটতে যাওয়া চন্দ্রগ্রহণের সঙ্গে গজকেশরী যোগও তৈরি হচ্ছে।

  • ট্যাগ

এটা শেয়ার করতে পারো

...

Loading...