গ্র্যামিতে মনোনয়ন পাঁচ কন্যার

২০২০-এর ৬২-তম গ্র্যামি সম্মানের মনোনয়ন তালিকায় এবার সেরার লড়াইতে এগিয়ে মেয়েরা।এ বছর মনোনয়ন পাওয়া আটটি অ্যালবামের পাঁচটিই মহিলা সঙ্গীত শিল্পীর। তাঁদের ভেতর আরিয়ানা গ্রান্ডে আর লানা ডেল রে সবার চেয়ে এগিয়ে। সেরা চার ক্যাটাগরি অর্থাৎ, সেরা নতুন শিল্পী, সেরা গান, সেরা রেকর্ড আর সেরা অ্যালবাম—সবগুলোতে নাম আছে লিজো আর বিলি আইলিশের।

 grammy-1

সর্বাধিক আটটি মনোনয়ন পেয়েছেন লিজো। তার গাওয়া ‘ট্রুথ হার্টস’ রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও সেরা পপ সলো পারফরম্যান্স বিভাগে এবং ‘কজ আই লাভ ইউ’ অ্যালবাম অব দ্য ইয়ার হিসেবে মনোনীত হয়েছে।

grammy-2

স্কটিশ সংগীতশিল্পী ও গীতিকার লুইস কাপালডি মনোনয়ন পেয়েছেন ‘সং অব দি ইয়ার’- এর জন্য। ২০ বছর বয়সী মার্কিন র‍্যাপার লিল নাস এক্স মনোনয়ন তালিকায় জায়গা করে নিয়েছেন ওল্ড টাউন রোড’ ভাইরাল হওয়ায়। ব্রিটিশ সংগীতশিল্পীদের মধ্যে গ্র্যামির মনোনয়নের তালিকায় আছে এড শিরান, এলা মাই ও ভায়োলিনিস্ট নিকোলা বেনডেটির নাম। দ্য কেমিক্যাল ব্রাদার্স ‘ড্যান্স’ ক্যাটাগরিতে পেয়েছে তিনটি মনোনয়ন। থম ইয়োর্ক আর জেমস ব্ল্যাক পেয়েছে একটি করে মনোনয়ন।

বিয়ন্সে পেয়েছেন চারটি মনোনয়ন। এর বেশিরভাগই অ্যানিমেটেড ছবি ‘দ্য লায়ন কিং’ ও ‘হোমকামিং’ কনসার্ট ফিল্মের জন্য। ‘অলওয়েজ রিমেম্বার আস দিস ওয়ে’ গানের সুবাদে সং অব দ্য ইয়ার বিভাগের মনোনয়ন তালিকায় আছেন অস্কারজয়ী লেডি গাগা। তিনি পেয়েছেন মোট তিনটি মনোনয়ন।

গ্র্যামির আয়োজক রেকর্ডিং অ্যাকাডেমির সভাপতি ও সিইও ডেবোরা ডুগ্যান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মনোনয়ন তালিকাটির মাধ্যমে গ্র্যামির নতুন একটি যুগের সূচনা হলো।

 ২০২০ সালের ২৬ জানুয়ারি গ্র্যামি সম্মান তুলে দেওয়া হবে শিল্পীদের মধ্যে। অনুষ্ঠান উপস্থাপনা করবেন মার্কিন শিল্পী অ্যালিসিয়া কাইজ।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...