প্রতিবছরের মত এবছরও সমাবর্তনের আয়োজন করেছিল মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (মাকাউট)। এই শুক্রবার দশম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানটি আয়োজিত হলো সল্টলেকের ইস্টার্ন জোনাল কাল্চারাল সেন্টারে। প্রতিবছরের ন্যায় এই বছরও কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রতিবছর এই ইউনিভার্সিটির অধীনে থাকা ৯০টি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ১১০টা প্রফেশনাল কলেজগুলি থেকে ৩৫০০০ ছাত্র-ছাত্রী স্নাতক হয়ে বেরোন। সমাবর্তন অনুষ্ঠানে ইউনিভার্সিটির উপাচার্য সৈকত মিত্রের কথায়, প্রতিবছরই প্রায় ৩০ থেকে ৪০ হাজার ছাত্র-ছাত্রী স্নাতক হন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এইটা দেখা হয় যে সকল ছাত্র ছাত্রী এখান থেকে পড়াশুনা করে যোগ্য চাকরি পায়। উনি আরোও জানান ইতিমধ্যেই সল্টলেকের ক্যাম্পাসে একটি ডিজিটাল ষ্টুডিও তৈরী করা হচ্ছে যার মাধ্যমে সমস্ত অধীনস্থ কলেজগুলির উপর সরাসরি নজরদারি করা যায়।
 In English
													
