১৯২০ সাল থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম সেরা ঠিকানা হয়ে এসেছে জর্জ টেলিগ্রাফ। ১০৫ বছরে পা দিল এই স্বনামধন্য প্রতিষ্ঠান। ২-৩ জুন শিয়ালদহের মেইন ক্যাম্পাসে অনুষ্ঠিত হল জর্জ টেলিগ্রাফ স্কিল ফেয়ার ২০২৫।
স্কিল ফেয়ার ২০২৫- নিয়ে জর্জ টেলিগ্রাফের ট্রাস্টি ডিরেক্টর অতীন দত্ত জানিয়েছেন, তাঁদের মূল লক্ষ্যই হল ছাত্রছাত্রীদের নির্দিষ্ট বিষয়ে প্রযুক্তিভিত্তিক দক্ষতা,অভিনব ও মৌলিক চিন্তাধারা গড়ে তোলা। সেটার ওপর জোর দিয়েই তাঁরা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন এবং চাকরির জন্য প্রস্তুত করেন। স্কিল ফেয়ারে তাদের সেই দক্ষতাকেই তুলে ধরার চেষ্টা করা হয়।
ট্রাস্টি ডিরেক্টর অনিন্দ্য দত্ত জানিয়েছেন, ২৫ জুন ফাইনাল সিমেস্টার শেষ হওয়ার পর, মাত্র ৭ দিনের বিজ্ঞপ্তিতে ছাত্রছাত্রীরা স্কিল ফেয়ারের জন্য প্রোজেক্ট তৈরি করেছে। জর্জ টেলিগ্রাফের প্রশিক্ষণ তাদের সঠিক পথ দেখিয়েছে, তাদের দক্ষতাকে প্রদর্শনের জায়গা করে দিয়েছে, স্কিল ফেয়ার-ই সেই সাফল্যের প্রতিফলন।
ডেপুটি ডিরেক্টর অপারেশন শর্মিষ্ঠা চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, স্কিল ফেয়ারে প্রতিটি বিভাগ থেকে মোট ২০টির বেশি প্রোজেক্ট প্রদর্শিত হয়েছে। ৭০টির বেশি শিল্প সংস্থা এবং বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষক ও অধ্যাপকরা স্কিলফেয়ার পরিদর্শন করেছেন। অনেক শিল্প সংস্থাই ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের নির্বাচন করেছে ফাইনাল ইন্টারভিউয়ের জন্য।