শতবর্ষে লাল-হলুদ শিবির

 ১০০ বছর হতে আর মাত্র ১ বছর বাকি। তাই শতবর্ষের দোড়গোড়ায় দাঁড়িয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে ইস্টবেঙ্গল ক্লাবের। ১আগস্ট জন্মদিবস লাল-হলুদ শিবিরের। তাই চলতি বছরের ১ আগস্ট থেকে ১ বছর ব্যাপী চলবে শতবর্ষ উদযাপনবৃহস্পতিবার ক্লাব তাঁবুতে ছিল কর্মকর্তাদের একটি বৈঠক। যেখানে আলোচনার বিষয় বস্তু ছিল শতবর্ষের বিভিন্ন অনুষ্ঠান। আর শতবর্ষের মূল আকর্ষণ থাকবে মজিদ বাসকরের শহরে পা রাখা। হ্যাঁ, ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে আসতে চলেছেন ময়দানের বাদশা। ইতিমধ্যেই ক্লাব কর্তাদের সঙ্গে কথা হয়েছে বাসকরের এজেন্টের। বাকি শুধু চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত। তবে মজিদ বাসকর নিজে যে আসার ব্যাপারে অত্যন্ত উৎসাহী সে কথা তিনি নিজে জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

 শতবর্ষের অনুষ্ঠান উপলক্ষ্যে তিনজনের একটি কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি-ই মূলত শতবর্ষের বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে। বৃহস্পতিবারের বৈঠকে ঠিক করা হয়েছে টানা দুবছর ব্যাপী লাল-হলুদ শিবিরের শতবর্ষের অনুষ্ঠান পালন করা হবে। অর্থাৎ এবছরের ১ আগস্ট থেকে ২০২১ সালের ৩১ জুলাই পর্যন্ত ক্লাবে শতবর্ষের অনুষ্ঠান। অন্যদিকে বৈঠকে ঠিক করা হয়েছে যে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শতবর্ষের কমিটিতে যুক্ত করা হয়েছে। দেবব্রত সরকার জানিয়েছেন বর্ষ পূর্তির এই অনুষ্ঠান শুধু কলকাতায় নয় রাজ্য ব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...