৪টি ব্যাঙ্ক গঠিত হল ১০টি ব্যাঙ্ক মিশে

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গত বছর অগাস্টেই ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে মিশিয়ে ৪ টি বড় ব্যাঙ্ক তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। ৪ তারিখ ক্যাবিনেটের বৈঠকে সেই সিদ্ধান্তে সিলমোহর পড়ল। নতুন ৪টি ব্যাঙ্ক ১ এপ্রিল থেকে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।

                 বুধবার অর্থমন্ত্রী জানান, ১০ টি ব্যাংকের একত্রীকরণ প্রস্তাবে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং উল্লিখিত ব্যাঙ্কগুলির সঙ্গে প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। এদিন সাংবাদিক বৈঠকে তিনি জানান, ব্যাঙ্ক একত্রীকরণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সংশ্লিষ্ট ব্যাঙ্ক বোর্ডগুলি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মূলত আন্তর্জাতিক মানের ব্যাঙ্ক গড়ার লক্ষ্যেই এই একত্রীকরণের সিদ্ধান্ত।

            কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মিশে যাবে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স এবং ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে দেশের মধ্যে প্রথম স্থানাধিকারী ভারতীয় স্টেট ব্যাঙ্কের পরেই ১৮ লক্ষ কোটি টাকা ব্যবসার পরিমাণের হিসেবে পিএনবি হতে চলেছে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক। অপরদিকে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে মিশবে সিন্ডিকেট ব্যাঙ্ক এবং সেটির মাধ্যমে সৃষ্টি হবে দেশের চতুর্থ বৃহত্তম ব্যাঙ্ক। ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে অন্ধ্র ব্যাঙ্ক এবং কর্পোরেশন ব্যাঙ্ক মিশে তৈরি হবে পঞ্চম বৃহত্তম ব্যাঙ্ক। সপ্তম বৃহত্তম ব্যাঙ্ক তৈরি হবে ইন্ডিয়ান ব্যাঙ্ক এবং এলাহাবাদ ব্যাঙ্ক মিশিয়ে। ব্যাঙ্কগুলির পরিচালনা ব্যবস্থা আলাদা হবে। সমস্ত আধিকারিকদের নিয়ে মোট ৩৪টি কমিটি গঠন করা হয়েছিল এগুলিকে এক ছাদের তলায় আনার জন্য।

                      ব্যাঙ্কগুলির পদ্ধতিতে পরিবর্তনের ফলে আইএফএসসি কোড পাল্টাবে তা নিশ্চিত। এর ফলে নতুন চেকবুক, পাসবুক এমনকি ডেবিট কার্ডও পরিবর্তন হতে পারে। অ্যাকাউন্টে কোনও পরিবর্তন হলে তার প্রভাব স্বাভাবিকভাবেই ডেবিট-ক্রেডিট কার্ডে পড়বে। ব্যাঙ্কগুলি সংযুক্তিকরণের ফলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর এবং কাস্টমার আইডি দেওয়া হতে পারে। এসআইপি বা ইএমআই-এর ক্ষেত্রেও নতুন ফর্ম ভরতে দেওয়া হতে পারে। বিশেষজ্ঞদের মতে এর ফলে গৃহঋণ, গাড়িঋণ, স্থায়ী জমা সহ নানান ক্ষেত্রেই বিভিন্ন মেয়াদে সুদের হার ধার্য করা হবে। গ্রাহকদের বিভিন্ন প্রকল্প খাতেও আপডেট করতে হতে পারে। সাজানো হবে বিভিন্ন পরিষেবার ব্যাঙ্কগুলির বিভিন্ন প্রকল্প।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...