আনুমানিক অষ্টাদশ-ঊনবিংশ শতকে তৈরি সুড়ঙ্গ আবিষ্কৃত হল পূর্ব বর্ধমানে

পূর্ব বর্ধমান জেলার একটি গ্রামে প্রায় অষ্টাদশ শতকের একটি সুড়ঙ্গ আবিষ্কৃত হয়েছে। সম্প্রতি পুরাতত্ত্ব বিভাগের এক প্ৰতিনিধি দল এই খবর জানিয়েছেন।

                  উল্লেখ্য, পূর্ব বর্ধমান জেলার ভাতারের মাহাতা গ্রামে একটি বাড়ির ভিত খুঁড়তে গিয়ে সুড়ঙ্গের হদিশ পাওয়া গেল। শুক্রবার সন্ধ্যায় বাড়ির মালিক জিয়ারুল মল্লিক সুড়ঙ্গের দেখা পান। খবর ছড়িয়ে যেতেই সেখানে উৎসাহী মানুষের ভিড় হতে শুরু করে। গ্রামবাসীরা মনে করেন, ওই সুড়ঙ্গে সোনা-দানা বা গুপ্তধন থাকতে পারে। সেই কারণে ওই সুড়ঙ্গের সামনে আশপাশের গ্রাম থেকে মানুষজন এসে ভিড় করতে থাকেন। খবর দেওয়া হয় জেলা প্রশাসন, পুলিশ এবং প্রত্নতত্ত্ব বিভাগকে।

                     স্থানীয় পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে, ১০ ফুট দীর্ঘ এবং ৪ ফুট উচ্চতাবিশিষ্ট সুড়ঙ্গটি ইঁটের তৈরি। প্রাথমিক পরিদর্শনের ভিত্তিতে পুরাতত্ত্ববিদরা জানিয়েছেন, সুড়ঙ্গটি প্রায় ২০০-৩০০ বছরের পুরোনো। পুরাতত্ত্ব বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, সুড়ঙ্গটি সম্পর্কে আরও কিছু জানাতে গেলে সরেজমিনে পর্যবেক্ষণ করার দরকার। প্ৰয়োজন পড়লে বারে বারে পর্যবেক্ষণ করতে হবে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রাক্তন ডিরেক্টর জেনারেল জি সেনগুপ্ত জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে সুড়ঙ্গটি অষ্টাদশ-ঊনবিংশ শতকে নির্মিত। তবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা করার প্রয়োজন।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...