এক কেজি চাল বনাম এক কেজি প্লাস্টিক

'এক কেজি চাল নিয়ে যান বিনিময়ে দিয়ে যান এক কেজি প্লাস্টিক'। এমনভাবেই প্রচার শুরু হয়েছিল তেলেঙ্গানার মুলুগু জেলায়। জেলাকে প্লাস্টিক মুক্ত করতে এই অভিনব পন্থা নিয়েছিলেন মুলুগু জেলার কালেক্টর সি নারায়ণন রেড্ডি। গত অক্টোবরে এই আবেদন করা হয়েছিল, একমাসে জড়ো হয়েছে ৪৪,৮৪৮ কেজি প্লাস্টিক।

                       জেলা কালেক্টরের পক্ষ থেকে জানা গেছে, বোতল, ব্যাগ, পলিথিন, থালা ইত্যাদি যা কিছু প্লাস্টিকের তৈরী জিনিস তাই যদি এক কেজি একসঙ্গে জড়ো করে দেওয়া হয়, তার বিনিময়ে পাওয়া যাবে এক কেজি চাল। কয়েকটি গ্রাম থেকে এই অভিযান শুরু হলেও একমাসে আশেপাশের প্রায় ১৭৪টি গ্রামে ছড়িয়ে পড়েছে এর মাহাত্ম। মুলুগু জেলা ক্রমশ প্লাস্টিকমুক্ত হয়ে উঠেছে। সমস্ত প্লাস্টিক জোগাড় হয়েছে সাধারণ বাড়ি থেকে। দোকান-বাজার থেকে আসা সিঙ্গল ইউস্ড প্লাস্টিক যত্র-তত্র ফেলে না দিয়ে তা জমিয়ে চাল নিয়ে যাচ্ছেন ওই জেলার সাধারণ মানুষ। ফলে রাস্তাঘাট  থাকছে প্লাস্টিকমুক্ত। তাছাড়া প্লাস্টিক বর্জ্যও একটি নির্দিষ্ট জায়গায় জড়ো হচ্ছে। গ্রাম পঞ্চায়েতগুলোতে এই প্লাস্টিক জড়ো হচ্ছে। প্রচুর দরিদ্র পরিবার এগিয়ে আসছে প্লাস্টিক নিয়ে। তাদের দিনের খাবারের সংস্থান হয়ে যাচ্ছে আর অবশ্যই গ্রামও পরিচ্ছন্ন থাকছে। এই প্রকল্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। নারায়ণন রেড্ডির কথা অনুযায়ী প্রথম ১৫ দিনের মধ্যেই ৪৫০ কুইন্টাল চাল বিলি করা হয়ে গেছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে দেওয়া হয়েছে নগদ ৬ লক্ষ টাকা।

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...