লকডাউনটা যেন ছোটবেলার গরমের ছুটি !

শুভজিৎ রায়চৌধুরী, হাজরা

হ্যাঁ ,এখন একটাই শব্দই যেন জড়িয়ে গেছে জীবনের সঙ্গে। লকডাউন। হয়তো লকডাউনে মানসিক অস্থিরতা বাড়ে,তবুও কোথাও যেন নিজের সঙ্গে দেখা হয়ে যায়। ওয়াইএফএইচ মানে, ওয়ার্ক ফ্রম হোমের চাপ থাকলেও অনেকটা সময় কাটানো যায় নিজের সঙ্গে।
ঘরের মধ্যে বন্দী থাকতে গিয়ে অতীত সফর হয়ে যায়। কেমন যেন ফিরে আসে ছোটবেলার দিনগুলো।
বিশেষ করে ভরা গরমে বাড়িতে থাকার ব্যাপারটা। মনে হচ্ছে যেন লম্বা একটা গরমের ছুটি চলছে। আর সেই ছুটি এক্সটেনশন পাচ্ছে বারবার।

subhajit-1
সেই রোদের ঝাঁঝ, দুপুরের গন্ধ, বাড়ির হাওয়ায় আমের গন্ধ… ভুলেই গিয়েছিলাম সব…
গরমের ছুটির একটা আলাদা মজা ছিল। পুজোর ছুটির ব্যাপারটা খানিকটা অন্যরকম।
পুজোর মত অনেক আগে থেকে অপেক্ষা করতাম গরমের ছুটির জন্য ।
আর ছুটি এলে?
মা বাবা র সঙ্গে কোথাও বেড়িয়ে পড়া ।অবশ্যই পাহাড়ে।সেটা চেনা দার্জিলিং বা গ্যাংটক ।
বলতে পারি যে এই গরমের ছুটি র বেড়ানো গুলোই আরো প্রেমে পড়িয়েছে পাহাড়ের।সেই প্রেম এখন আরও গভীর।

subhajit-2
গরমের ছুটির কথা বললে আর যেটা মনে পড়ে তা হল বিকেলে বন্ধুদের সঙ্গে দেদার খেলা।
ঠিক বিকেল পাঁচটা । কান পেতে থাকতাম কখন ডাকটা আসবে।
তারপর ?
কখনও ক্রিকেট,কখনও লুকোচুরি, কখনও বা কিচ্ছু না, শুধুশুধু আড্ডা।
এই বিকেল র খেলার যে কী টান ছিল!
তখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না। বন্ধুত্ব ,ছিল সম্পর্কের গভীরতা ।আজ সেগুলো যেন হারানো সময়ের সোনালী ছায়া মাত্র।

subhajit-3

তাই মন কোথাও আজও কেমন করে ।ফিরতে ইচ্ছে করে এই দিনগুলোতে । যেখানে সরলতা মিষ্টি রোদ্দুর মাখত। যদিও জানি সেই হলুদ পাখি যে আর ফিরবে না…

এটা শেয়ার করতে পারো

...

Loading...