দেখুন ফ্লোরে কীভাবে ‘যুগনায়ক’ হয়ে উঠছেন অধিরাজ

আকাশ আট-এর পর্দায় স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন নির্ভর মেগা সিরিয়াল ‘যুগনায়ক বিবেকানন্দ’-এ তরুণ স্বামী বিবেকানন্দের ভূমিকায় দেখা যাবে অধিরাজ গঙ্গোপাধ্যায়কে। ধারাবাহিকের সেটে পৌঁছে গিয়েছিল জিয়োবাংলার ক্যামেরা। দেখুন ফ্লোরে কীভাবে ‘যুগনায়ক’ হয়ে উঠছেন অধিরাজ।

বিলের স্বামী বিবেকানন্দ হয়ে ওঠার গল্প বলছে 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ'। উত্তর কলকাতার সিমলাপাড়ার নরেন্দ্রনাথ কীভাবে হয়ে উঠলেন ঠাকুরের ‘নরেন’, কীভাবেই বা দেশকালের গন্ডি অতিক্রম করে হয়ে উঠলেন বীর সন্ন্যাসী বিবেকানন্দ, প্রতিষ্ঠা করলেন সংঘ তাঁর জীবনের নানা পর্ব উঠে আসবে। বিবেকানন্দের জীবনের প্রথম পর্ব-শিশু বিলের ভূমিকায় দেখা গিয়েছিল সাফল্য দেবনাথকে। বিলে এবার তরুণ নরেন্দ্রনাথ।

এই ধারাবাহিকে নরেন্দ্রনাথের মা ভুবনেশ্বরী দেবীর ভূমিকায়  অভিনয় করছেন কন্যাকুমারী চন্দ। বাবা বিশ্বনাথ দত্তের ভূমিকায় তীর্থ মল্লিক। এছাড়াও আছেন নমিতা চক্রবর্তী, বোধিসত্ত্ব মজুমদার প্রমুখ। ধারাবাহিক পরিচালনায় সুশান্ত বসু। ধারাবাহিকের চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রাকেশ ঘোষ।

প্রসঙ্গত, বেলুড় মঠের ১২৫তম প্রতিষ্ঠা দিবসে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছিল 'যুগনায়ক স্বামী বিবেকানন্দ'।

 

১. গোবিন্দপুরে এই স্টুডিয়োতে চলছিল ‘যুগনায়ক স্বামী বিবেকানন্দ’-এর শ্যুটিং 

 

২. তরুণ নরেন্দ্রনাথ দত্তের ভূমিকায় অধিরাজ গঙ্গোপাধ্যায়

 

৩. বিলে তথা নরেনের মা, ভুবনেশ্বরী দেবীর ভূমিকায় কন্যাকুমারী চন্দ

 

৪. বিবেকানন্দের বাবা নামজাদা আইনজীবী বিশ্বনাথ দত্তের ভূমিকায় তীর্থ মল্লিক

 

৫.  বাবা বিশ্বনাথ দত্ত ও মা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে নরেন্দ্রনাথ দত্ত

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...