পূণ্যভূমি মণিলক্ষ্মী তীর্থ

মণিলক্ষ্মী তীর্থ। চেনা নামে মণিলক্ষ্মী মন্দির। গুজরাটের ভদোদরা শহর থেকে ষাট কিলোমিটার দূরত্বে। আনন্দ জেলায়। ৮, নম্বর জাতীয় সড়কের কাছেই। গুজরাট বেড়াতে গেলে এই মন্দির অবশ্য গন্তব্য। দেশের সেরা জৈন তীর্থক্ষেত্রগুলির একটি।

২১ হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে তৈরি। গোটা মন্দিরের গায়েই পাথর খোদাইয়ের কাজ। চব্বিশতম জৈন তীর্থঙ্করের বাস্তুশাস্ত্র ভাবনা অনুযায়ী, গড়ে উঠেছে মন্দির স্থাপত্য। নানা মাপের দুশোটি স্তম্ভ ধারণ করে রয়েছে মণিলক্ষ্মী তীর্থকে। প্রতিটি স্তম্ভের অলংকরণের সূক্ষতা ভারতীয় স্থাপত্য শৈলীর প্রতি শ্রদ্ধা জাগাবে।

 

ছবি: হেমন্ত শেঠ, ভদোদরা

এটা শেয়ার করতে পারো

...

Loading...