করোনায় ঘরবন্দি জীবনে মেতে উঠলাম রং-তুলি-ক্যানভাসে

ক্লাস টেন পাস করার পর ভেবেছিলাম ঠিকানা হবে শান্তিনিকেতনের কলাভবন। এই ছিল স্বপ্ন। কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে যায়।
জীবন তখন পড়াশোনা আর কেরিয়ারের চক্রে পাক খাচ্ছে। রং-তুলি তাই দুরাশা। পড়াশোনার ফাঁকে ফাঁকে ‘রিলিফ’ বলতে মাঠ আর খেলা।
চাকরির জগতে পা রেখে বিদেশ পাড়ি। কয়েক বছর কাটিয়ে ঘরে ফেরার পরও আঁকা-রং-তুলি ফের হাতে তুলে নেওয়ার সুযোগ মেলেনি। শুধু কাজ আর কাজ। সরকারী কলেজে অধ্যাপকের ভূমিকায়।
ব্যস্ততা। ব্যস্ততা। আর ব্যস্ততা। কিন্তু সেই সদা ব্যস্ততার জীবনটাই আচমকা বদলে দিল বিশ্ব জুড়ে অতিমারীর আগ্রাসন। ২০২০-র মার্চ থেকে গৃহবন্দী পৃথিবী। আমার চেনা-জানা ক্লাসরুমটা বদলে গেল পর্দার অন্দরে। ক্লাস হবে অনলাইনে।
বাড়ি বন্দী জীবন আর অনলাইনে ক্লাস নেওয়ার ফাঁকে ফাঁকে ছোটবেলার হারিয়ে যাওয়া রং আবার ফিরে এল আমার কাছে। দুই কন্যাকে নিয়ে মেতে উঠলাম রং-তুলি-ক্যানভাসে।
অনেক দিনের অধরা স্বপ্ন সত্যি হল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...