আঁকার জন্য সব ছাড়তে পারি

নিখাদ ভালোবাসা থেকেই আঁকার দুনিয়ায়। ভালোলাগা-ভালোবাসা থেকেই হাতে উঠেছিল রং-তুলি। সেভাবে প্রথাগত ভাবে কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে শেখা হয়ে ওঠেনি কখনও। তবে আঁকা ক্লাসে শিক্ষক ছিল প্রকৃতি, সমাজ আর বন্ধু।

২০১৪-তে বানিজ্য শাখায় গ্রাজুয়েশন। তারপর মাল্টিমিডিয়া, অ্যানিমেশন নিয়ে কেটে গেল বছর তিনেক। কিছুতেই মন বসত না কম্পিউটার এ। ক্লাস ফাঁকি দিয়ে আউটডোর চলত চুটিয়ে।

পেটের তাগিদে একটা কাজও জুটেছিল। গ্রাফিক্স ডিজাইনার। কিন্তু একমাসের বেশি মন টেকেনি। অফিসের কাজের চাপ বড় বিপদ তখন।

শুধু রং-তুলিতে মন দেওয়ার জন্যই সে চাকরি ছেড়ে আসা একদিন। তবে সে সিদ্ধান্ত যে ভুল ছিল, লকডাউনই যেন বুঝিয়ে দিল সেটা। কিন্তু এই নেশায় বুঁদ হয়ে মনে হয়, ‘হ্যাঁ, আঁকার জন্য সব ছাড়তে পারি, কিন্তু কোন কিছুর জন্য আঁকা ছাড়তে পারিনা’।
স্বপ্নের হাল ধরা আছে শক্ত হাতে। ২০১৮-তে তৈরি হয় স্বপ্নের "ছবিওয়ালা"। একটি স্বশিক্ষিত ও অশিক্ষিত শিল্পীদল। ছবির সাথে একদম প্রান্তিক মানুষদের মেলবন্ধন করানোই "ছবিওয়ালার" উদ্দেশ্য।

শেষটুকু এভাবেই,
ভালোবাসি তাই
এঁকে শান্তি পাই..

এটা শেয়ার করতে পারো

...

Loading...