রোজ ‘নাজারিয়া’ বদলে যাচ্ছে

আমি ঋষিৎ দত্ত। বাড়ি হুগলির কোন্নগরে।
গত সতেরো বছর ধরে একটানা ছবি আঁকছি। কেন আঁকছি জানিনা।  হিসেব করতেও চাইনি কখনও।  কিন্তু আঁকতে পারি চাই না পারি, এতদিনে এটুকু বুঝেছি এটা ছাড়া আর কিছুই করার নেই।  অগত্যা  ছবিই আঁকছি।

২০১৯-২০ শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পাশ করেছি। সে বছর কলকাতার কোনও আর্ট কলেজে সিট পাইনি। তার কারণ শুধু কলেজকে খুশি করতে আমি  ছবি আঁকতে পারিনি।

 যথারীতি  বাংলা সাহিত্যের পাঠ শুরু করলাম। সংস্কৃত কলেজে বেশ কেটেছিল একটা বছর। গত এক বছর পড়ছি গর্ভমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্র্যাফট কলকাতাতে।
 সেখানেও ভালই কাটছে। ছবি আঁকার থেকেও ছবি দেখার অভ্যেসটা বেড়েছে। তার সঙ্গে রোজ ‘নাজারিয়া’ বদলে যাচ্ছে। অশ্বদৌড়ের মাঝে স্থির হয়ে দাঁড়ানো খুব মুশকিল।  সেই অভ্যেসের অভ্যেস করছি রোজ। ব্যাস!

এটা শেয়ার করতে পারো

...

Loading...