প্যাশন আর প্রফেশন দুইই ক্যানভাস

আমি #মৌসুমী_দত্ত।

#কোচবিহারে বাড়ি।

ছবি আঁকা আমার কাছে ভীষণ ভালোবাসার একটা বিষয়...
ছোটবেলায় পাঠ্যবই এর বিভিন্ন ছবি, আঁকার বই এর ছবি, এমনকি বিছানার চাদর বা পর্দার প্রিন্টগুলো দেখে দেখে আঁকার একটা বিশেষ ঝোঁক ছিল; তারপর আমি যখন ষষ্ঠ শ্রেণী, তখন শ্রদ্ধেয় শ্রী কৃষ্ণ সরকার মহাশয়ের কাছে অঙ্কন বিষয়ে প্রশিক্ষণ নিতে শুরু করি।

এরপর ধীরে ধীরে নিজের মতো করে জলরঙ, তেলরঙ, অ্যাক্রেলিক ও আরও অন্যান্য মাধ্যমে চর্চা শুরু করি।
পরবর্তীতে পশ্চিমবঙ্গ চারুকলা পর্ষদ ও উত্তরবঙ্গ চারুকলা পর্ষদ আয়োজিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করি এবং বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিদের সান্নিধ্যে বিশেষভাবে উপকৃত হই।

সব ধরণের ছবি আঁকতেই ভালো লাগে, তবে যে বিষয়টিতে আমি বিশেষ গুরুত্ব দিয়ে থাকি সেটি হল
ছবির সৌন্দর্যায়ন...ছবি আঁকাকে কেন্দ্র করেই আর যে কাজগুলো করতে ভাল লাগে সেগুলি হল -আল্পনা, সরা পেইন্টিং, স্টোন পেইন্টিং ইত্যাদি।

এছাড়া ক্যালিগ্রাফি র চর্চাও করছি আজকাল।
ছবি আঁকা আমার প্যাশন আর প্রফেশন দুইই।
আজকে আমি যতটুকু যা করতে পারছি তার পেছনে আমার মা-বাবা, গুরু এবং আমার মেসো-মাসির অবদান অনস্বীকার্য।
পরিশেষে একটা কথা বলতে চাই, ছবি আঁকাটা আমার সুখ-দুঃখের সঙ্গী... তাই এর জন্য দেওয়া সময়গুলোকে আমি ‘স্ট্রাগল’ শব্দটায় নামান্তরিত করতে চাই না বরং ভালোবেসে কাজ করে যেতে চাই আমরণ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...